![]() |
উপাসনা ব্যানার্জি |
উপাসনা ব্যানার্জি
জন্ম : ৪ ঠা জুলাই ,২০০০
হুগলির শিয়াখালা নামক একটি ছোট্ট গ্রামে জন্ম ।
শিক্ষা : শিয়াখালা বেণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক আর শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক । বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজের স্নাতক স্তরের উদ্ভিদ বিদ্যা বিভাগের ছাত্রী ।
সাহিত্যের প্রতি আগ্রহ অনেক ছোটবেলা থেকেই । যখন আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী তখন আমর লেখা প্রথম প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে , সূচনা টা এভাবেই হয়েছে। তারপর স্কুলের পত্রিকা ,পড়ার ক্লাবের পত্রিকা এবং KMDA এর বার্ষিক পত্রিকায় প্রতি বছরই আমার লেখা প্রকাশিত হয়েছে। KMDA এর বার্ষিক পত্রিকার স্থায়ী লেখিকা হিসাবে পরিচিত আমি। এ ছাড়া কলেজের মাসিক পত্রিকা আর দেওয়াল পত্রিকায় লেখা প্রকাশিত হয়।
সাহিত্যের আমার অন্যতম পথ প্রদর্শক আমার মা আর বাবা। ওনাদের উৎসাহেই লেখা শুরু আর আজও চলছে