তৃণা মুখার্জী | Trina Mukherjee তৃণা মুখার্জীএম.এ বাংলা (কথা সাহিত্য)বি.এড।আপাতত পাঠরত । লেখালেখি বিভিন্ন পত্রিকা ও পেজে।গান করি ও শেখায়। লোকাল নিউজ চ্যানেলে খবর পাঠ করেছি। নিজেকে প্রকৃত শিক্ষকের পদে নিয়োগ করতে চাই।ভবিষ্যতে চোর বা কারাগারে বন্দী অবস্থার কয়েদিদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে।