সোনালী ব্যানার্জি
আমি সোনালী ব্যানার্জি। আমি একজন হাউস ওয়াইফ। এখন থাকি ঝাড়খন্ডের ধানবাদে । দূর্গাপুরে বাপের বাড়ি। দুই সন্তানের জননী হয়ে ও মনের কানায় রঙিন স্বপ্নের জালবুনে যাই। সংসারের চাপে ভুলে গিয়েছিলাম নিজের অস্তিত্ব। আজ আমার স্বপ্ন উড়ান নিয়েছে মহাকাশে।গুটি গুটি পায়ে লেখার জগতে তিন বছরের পদার্পণ। এখন নানা পত্র- পত্রিকার সাথে যুক্ত, ও আমার স্বপ্ন নানা ভাবে নানা পত্রিকায় প্রান পাচ্ছে। অনেক সার্টিফিকেট ও সম্মানণা পত্র আমার অস্তিত্ব কে মজবুত চূড়ায় হাত ধরে বসিয়েছে।অগনতি মানুষের ভালোবাসা আমার জীবনের সঞ্চিত অর্থ। ।