গোবিন্দ মোদক
গোবিন্দ মোদক
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
পিতা: কানাইলাল মোদক।
মাতা : প্রতিভারাণী মোদক।
লেখকের কথা:- জন্ম 05-01-1967
শিক্ষাগত যোগ্যতা:- M.Com (C.U.)।
পেশা:- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।
অপছন্দের বিষয়:- যে কোনও ধরনের রাজনীতি।
প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (1397) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) 1989 সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে 1989 সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়।
সেই প্রবাহ এখনও বহমান ... নানা ধরণের লেখা নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে অজস্র পত্র-পত্রিকা ও দৈনিকে।
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া, ছন্দ ভরা আমার ছড়া, রূপকথার রূপ-কথা, ভয়ঙ্কর প্রতিশোধ, গুপ্তধনের সন্ধানে, জীবনের রোদ-রং ইত্যাদি।