কবিতা

 গুমোট বিকেলের জল

~✍️ অনামিকা বিশ্বাস

একটা গুমোট বিকেল !
নতুন ফুরফুরে ধারালো বরফ হাওয়া ,
ওপাশে শ্যাওলা ওটা সেই খরখরে দেয়াল বেয়ে
শ্বাস ঠিক নৌকা বায়, বাওয়ায় -
জ্বরের মতন শুকনো তন্দ্রাজ্বালা 
এক উষ্ণ রুমালভরা কালোজিরের সন্ধ্যা নামায়,
গুমোট বিকেল কিভাবে সন্ধ্যে নামায় ?

কার্নিশ কই ? নোনাধরা ধার ছ'ধার জুড়ে,
ভুলভাল চারপাশ, চারদিন বর্ষাতিদিন,
বাদামি টবে জল কেন নাই !
দুপুর ভেজা টুপটাপ আলতো গায়ে লাগে ভারী-
তাই সন্ধ্যে নামলেই সাত নম্বর ধারে যাই,
দুটো চড়াইও টবে জল পায়,
তৃষ্ণা বুজে বুঝি ডানা ছেড়ে পালায়,
আমার পালক কেমন ভেজা,
তবে তৃষ্ণায় কেন আমি জল পাইনাই ?



একটি মন্তব্য পোস্ট করুন