অন্তর চন্দ্র | Antor Chandro


অন্তর চন্দ্র
জন্ম :-  ১ লা ফেব্রুয়ারি ২০০৫ সাল

নিজের পরিচয় বলতে আমি একজন সাধারণ মানুষ। অন্তর চন্দ্র ২০০৫ সালের ১ লা ফেব্রুয়ারিতে কুড়িগ্রাম জেলার চিলমারীর সবুজ পল্লী মাষ্টারপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। পুরো ( নাম শ্রী অন্তর চন্দ্র বর্মন)। পিতা শ্রী পরিমল চন্দ্র বর্মন একজন গার্মেন্টস শ্রমিক। এবং মাতা শ্রীমতি জ্যোতি রাণী পেশায় গৃহকর্ত্রী এবং দর্জি। সে এখন একজন দশম শ্রেণীর ছাত্র। তার অনেক কবিতা অনেক পত্রিকাতে ছাপানো হয়। এই বয়সেই পাঠকের মন জয় করার প্রচেষ্টায়।

একটি মন্তব্য পোস্ট করুন