আঁখি রায়
আমি আঁখি রায়, ২৬ আগস্ট, ১৯৯১ সালে আমার জন্ম | মধ্য হাওড়ায় (নবান্নের কাছে ) আমার বাসস্থান ৷ বাংলা সাহিত্যের প্রতি আমার টান ছোট থেকে ছিল না বললেই চলে ৷ ইংরেজি মাধ্যমের স্কুলে প্রাথমিক জীবনটা কেটেছে ৷ তাই বাংলায় বহুদিন ভয় ছিল ৷ আমার মা আর্টস এর ছাত্রী ছিলেন ৷ হাতে ধরে বাংলা ব্যাকরণ ধৈর্য সহকারে শিখিয়েছেন ৷ লেখালেখির জগতে আমি এক বছর আছি ৷ বাংলা সাহিত্যের প্রতি আমার অদ্ভুত এক মায়া জন্মেছে ৷ আমার লেখা কবিতা অনেক পত্রিকায় প্রকাশিত হয়, তা দেখে আমি খুব উৎসাহিত হই ৷