উনিশশো নিরানব্বই রাষ্ট্রপুঞ্জের ঘোষণা,"আন্তর্জাতিক ভাষা দিবস"

"আন্তর্জাতিক ভাষা দিবস" 

           - অরবিন্দ সরকার


পূবে ওঠে লাল সূর্য্য পশ্চিমে অস্তাচল, পশ্চিমা বায়ূর প্রবল দাপটে পূব টলটল।

দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ,দুই হাত তার ছাঁটা,

পশ্চিমের রাজা হবে, আর পূবে প্রজা সম চাষী মজুর খাটা।

দূরত্বের ব্যবধান,ভাষার ব্যবধান, শুধুমাত্র জাতিতত্বে এক,

জনসংখ্যা ভোটাধিক্যে পূব বড়ো, মসনদে জালিয়াত।

বাংলা ভাষা রদ উর্দু রাষ্ট্রভাষা, মায়ের ভাষা কেড়ে বিমাতার ঘরে বাসা।

এভাবে গ'ড়ে ওঠে পূব,- পশ্চিমের কলোনি,

শিক্ষা দীক্ষার প্রসারে বাধা শুধু ধর্মকাহিনী।

উর্দুর বদলে আরবী চাইল, বাংলাকে খর্ব করে,

উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি, লড়াই জারি দেশ জুড়ে।

চুয়াল্লিশ ধারা অবমাননার দায়ে চললো পশ্চিমা গুলি,

রফিক,সামাদ,বরকত, জাব্বার সহ কতো হলো প্রাণবলি।

পশ্চিমের নতিস্বীকার দুটোই হবে রাষ্ট্র ভাষা,

ইতিমধ্যেই পূব গড়েছে শহীদ মিনার - শহীদ স্মরণে জাগায় মুক্তির আশা।

উনিশশো একাত্তরে ছিন্নভিন্ন দেশ, বাংলাদেশ তৈরি হলো অবশেষ।

উনিশশো নিরানব্বই রাষ্ট্রপুঞ্জের ঘোষণা,

ভাষা আন্দোলনে, ভাষা ও কৃষ্টির স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন