দলাদলি হিংসা হোক চির অবসান "কুচক্রী"/বাংলা কবিতা - অরবিন্দ সরকার

"কুচক্রী"

- অরবিন্দ সরকার

kuchakri-new-bangla-kobita-aurobindo-sarkar

টিকিতে দাড়িতে গড়ে, ধর্মের অশান্তি,

ভেদাভেদ, কুসংস্কার  আচার বিচার,

মসজিদ ধর্মশালা মন্দিরে বিভ্রান্তি,

মানবতাবাদী ভুলে  হিংসা আকছার।


ধর্মে কোন্দল উস্কানি  অপমান গ্লানি,

ধর্মের বাণী নিভৃতে  কাঁদে অহরহ,

অপব্যাখ্যা ক'রে তার  করে হানাহানি,

জীবজগৎ এক তবু  ঝগড়া কলহ।


পুরান কোরান দ্বন্দ্বে   কাজী নজরুল,

জাতের নামে বজ্জাতি বলেছেন তিনি, 

শয়তানের আখড়া  ধন্ধে মশগুল,

বিভেদে আখেরে লব্ধ পাণ্ডা শিরোমণি।


দলাদলি হিংসা হোক  চির অবসান,

দেহ মাটি হবে, তৈরি   কবর শ্মশান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন