অভিনেতা - সৌমিত্র চট্টোপাধ্যায় ~ শিবানী দাস

 অভিনেতা - সৌমিত্র চট্টোপাধ্যায়

 - শিবানী দাস

    সৌমিত্র চট্টোপাধ্যায় জন্ম ১৯ জানুয়ারি ১৯৩৫ সালে আর মৃত্যু ১৫ নভেম্বর ২০২০(৮৫ বয়েসে ) সালে l তিনি একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি, তবে আবৃত্তি শিল্পী হিসেবেও তাঁর নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। তিনি কবি এবং অনুবাদকও। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন।একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় l পেশা চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, লেখক, আবৃত্তিকার দাম্পত্য সঙ্গী দীপl চট্টো -পাধ্যায়,পুত্র সৌগত চট্টোপাধ্যায় এবং কন্যা পৌলমী চট্টোপাধ্যায় (বসু) পিতা-মাতা মোহিত কুমার চট্টোপাধ্যায় আশালতা চট্টোপাধ্যায় l

সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রীট সিটি কলেজে, সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালক- দের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন।

------------------------------------------------------------------

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন