"কাগজ ও নারী" নতুন বাংলা কবিতা ~ শংকর হালদার

কাগজ ও নারী  

~ শংকর হালদার 


কবিতা হল মন ও বিষয়ের সহবাসের ফল 
যেখানে কারও কোনো আইন বা অধিকার নেই
যেখানে তৃপ্তি ও ভালোবাসার জন্ম দেয়-
তোমার ,আমার মনে বিচরণকারী কিছু কথা,
যা বুক পেতে সবকিছু সয়ে নেয়-
সাদা পাতা, ঠিক নারীর মতো
জীবন দিয়ে হলেও ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন