বংকু বিহারী ~ ডঃ অরুণ চক্রবর্তী | Bonku Bihari ~ Dr. Arun Chakraborty

বংকু বিহারী

(কাহিনী কবিতা)

 ডঃ অরুণ চক্রবর্তী

বংকু বিহারী। সেই বাঙালী, বলেন ধর্ম নিরপেক্ষ, রোচে না মুখে, ভাত, ডাল আর শুক্তো; মিঞার দোকানে মশলা মাাখানো দুরন্ত বড় পাঁঠার চাঁপ, তন্দুরী যোগে জিভে জল আনা, কাবাব নেহারী। বংকু বিহারী। সেই বাঙালী, বিচারে, আচারে সংখ্যালঘু আসক্ত, হিন্দু সেজে বক্তৃতা দিতে সে খুবই পোক্ত। বংকু দেখে সুবিধে কোথায়! তোষামোদে কিছু যদি পায়! স্বার্থ সিদ্ধি, তার জন্ম অধিকার! দেশ যাক্ গোল্লায়। বংকুর বুকে চীন, ভিয়েতনাম.... বড় অপরাধী মনে হয়.....এই হিন্দুস্তান!! পায়ে তাল ফেলে, হাতে তালি মেরে; জয়গান তোলে, Long Live মাও, ঝাও..... কুওমিংটাং। বামেদের সাথে; Nizam এ খেতে খেতে Beef বিরিয়ানী, আলোচনা চলে, ভারত ভাঙার মৌল-বিরোধ, পাক পশ্চিম, পাক পূর্বের সংযুক্তি যে কোনো ছলে বলে! এই বংকু, ক্লান্ত পায়ে, ঘরে ফেরে, রাত দশটায়, বাবা দাঁড়িয়ে দোরগোড়ায়, মা চিলেকোঠায়। হারামজাদা! কতদিন আর চলবে, স্বপ্ন দেখা, শ্রেনী বিপ্লবের ফানুস্ ফোয়ারা.... রোজগার নেই; ছিঁটেফোঁটা.... এবার দেশীপথে কিছু করে দেখা.... হতভাগা। বলেন, রাগত, বংকুর বাবা শংকু....না পারিস ....জুটবে না ভাত আর পাতে.... লুকিয়ে খাওয়ানো দেখছি এবার.... থাকবি কমিউন ফুটপাতে। এই বংকুতে ভরে আছে দেশ, এরাই জাতির কষ্ট, ক্লেশ, বেকার বংকু জাগে না আজো, তবু, আলিমুদ্দিনে গিয়ে; মতলব ভাঁজে, দেখেও শেখে না, কমরেড বসে, ধপধপে সাদা মাথায় ও কাপড়ে; মুখে 555 ঠেঁসে, বলে হেঁসে, বংকু, তুমি থাকবে সবার প্রথমে, অভিযান আজ লালবাজারে..... ঠিক দুটো..... Nizam থেকে এলো Beef পরোটা, বংকু খান গোগ্রাসে... ঠিক দুটো.... ১৪৪ ধারায় ঘেরা লালবাজার.... বলেন কমিশনার, ঐ...ঐ....শত শত communist যত শালা opportunist.....ভেসে এলো গলা DC-HeadQuarters এর.....সব কটাকে আজ যমের দুয়ারে পাঠা। ধেয়ে এলো বাম....টিয়ার গ্যাসে কাজ না হওয়াতে চললো গুলি.... শুনে কমরেডের বুলি..... বংকু সামনে, সহসা স্তব্ধ, উড়ে গেলো খুলি, নিহত বংকু, একটু তফাতে, পড়ে আছে চিরসাথী; অনেক সেলাই হওয়া দা কাপিতাল ও এঙ্গেলস ভরা ঝুলি। রাত বারোটায়, এলো পাড়ায়... বাপে তাড়ানো বংকু, পোস্টমর্টেমে কথা লেখা শরীরে! অবাক পিতা, অঝোরে মাতা্... বংকু ঢোকেনা ঘরে.... সে আজ মুক্ত, সব cult আর ism হতে দূরে.... আছে সে আজ প্রতি বিপ্লবে। না বোঝে অবুঝ, আছে নিকটে ও আড়ালে, হাজার হাজার বংকু। একাল, সেকাল, রাখে না খেয়াল, মাশুলে, আসলে অবস্থা যেন ত্রিশঙ্কু! বোকার বোঝা বহে না কেহ.... কথাটা বোঝাই তোমায়, সের্গেই, রুশ বিপ্লবে ছিলে সাহসী সেপাই...Glastnost Prestroika ... দেখেছো কিভাবে পড়ে রাশিয়ায় Revolution এর যবনিকা! এসো সের্গেই, বোঝাও এদেশে; বামেদের রোজনামচা, লাখে লাখে, লাফে লাফে, পড়ছে সাম্যবাদের কৌমুদী, নামতা। Nicholasরা Russia না দিলে, হতো কি Soviet..... তৈরী কি হতো Lenin এর myth! যদি না থাকতো Rusputin এর script; ভেবে দেখো, স্বদেশ সত্য, স্বদেশ উৎকর্ষ, আছো বেঁচে, আছো সুখে, মুক্ত ভূমিতে .... বিরূপ হলেও স্মৃতিবিধূর.... মহান মাতৃভূমি ভারতবর্ষ।।

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন