নারী তুমি
— আলাপন সামন্ত
নারী তুমি সইবে কতো আর?
এই সমাজের অন্যায় অত্যাচার।
নারী বলে কি নিজেকে দুর্বল ভেবেছো?
তাই কি তুমি দুর্বলতার সাজে সেজেছো?
তোমার জন্যই মেরুদন্ড সোজা মোদের,
ভগবান বলে মানো যাদের।
জীবন আজ মধুর বড়ো,নারী তোমারই জন্যে,
তবুও হয়তো স্থান দেই নি মনে।
নারী তোমার যোগ্য সন্মান দেই নি আমরা,
তবুও যে তুমি বেপরোয়া,
নিজের ভেবে যাচ্ছ সব শ'য়ে,
কোনোকিছুই না মনে ল'য়ে।
নারী তোমার ভালোবাসা দেখে বিস্মিত হই।
তোমার স্বার্থ ত্যাগের কাছে কুর্নিশ জানাই।
এত কিছুর পরও , নারী নির্যাত করে যারা,
মানুষ যে নয় তারা।
তবু নারী চুপ কেনো?
প্রতিবাদ করে দেখাও প্রতিবাদ করতে জানো।।
Tags:
story