নাচিকেতা
~ নারায়ণ প্রসাদ জানা
 |
| নতুন বাংলা কবিতা |
যে অনলে শুদ্ধ হব
সে হোমাগ্নি প্রজ্বলিত -
করি এ হৃদয়ে,
মেলেছি পিপীলিকার ডানা
পূর্ণাহুতি দেব আপনাকে,
সে হিরণ আতশে
পূর্ণ করি নিজেকে
সায়র লহরীর সাথে।
🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂
🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹
💐🙏ধন্যবাদ 🙏🌼।