মানুষ
প্রতীকের বিশ্বাসী নয়
সত্ত্বার...
ভিতরে'র রং দেখে চিনি ,চেনা মুখ
অবয়ব শৌখিন, সাজানো মুখপাত্র
পোশাকের জৌলুসতায় ভুল করে চোখ
উদ্ধত,প্রবৃত্ত মন
কখনও কখনও বিদ্ধ হয় গোলাপ কাঁটায় ।
সংযমে স্থিরতা আসে
স্থিরতা আনে শান্তি
শান্তি হতেই মুগ্ধতা
আর মুগ্ধতা তৃপ্তির মাপকাঠি
তোমার আমার আর আমাদের বিকলাঙ্গ প্রবৃত্তিকে,
নবকলবরে সাজানো ।
বিলিয়ে দেওয়া সত্যিকারের প্রেম ।
মানুষ তো তাকেই বলে
যে কেবল অবয়ব নয়
মনুষ্যত্ব নিয়ে জন্মায় ।
_________
Tags:
Kobita/কবিতা