বাংলা মায়ের সন্তান আমি ~ কবি : অন্তর চন্দ্র | bangla mayer santan ami (bangla kobita) ~ kavi antor chandro

বাংলা মায়ের সন্তান আমি

~ অন্তর চন্দ্র

bangla-mayer-santan-ami-bangla-kahini-blogspot


ওই দেখ আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে
সবুজে ঢেকে গেছে বাংলার প্রকৃতির আলো।
ভরা শীতে দিগন্তে উকি দেয় বাংলার সূর্য
ঘরে ঘরে জেগেছে মুক্তির মন্ত্র বিজয় স্বপ্ন।
ধানের শীষে সোনালী আলো বাংলার দামাল
ছেলেরা জাগো, জেগে ওঠ স্বাধীনতার সন্তান  ।
রাইফেল হাতে রণক্ষেত্রের মাঠে নামো তবে
দূর কর হানাদার জয় বাংলা ধ্বনি করে।
বাংলা মায়ের কোলে আলোর মিছিল করতে 
রাজপথে নামো  সবে মিলে জয় বাংলা বলে।

আসলে ওরা টেরে বলব দূর হও সবে মূর্খ 
লাঠি দিয়ে মেরে এমন ধোলাই দেব জানিস,
চুপটি করে পালাবি তখন দেশ ছেড়ে দূরে।
বলব ভালো হয়েছে, চলে গিয়েছে হানাদার
বাংলা মায়ের ছেলে আমি, জয় বাংলা জয়।
বিজয় অর্জন করেছি বলব তখন মাকে
মা বলবে তোমারা বীর সন্তান এগিয়ে চলো
তখন বলব বাংলা মায়ের সন্তান আমি।
তখন ভয় করি নাই রক্ত দিয়ে গড়াগড়ি  
লাশের উপর লাশ পড়ে আছে তাদের, যারা
দেশের জন্য দিয়েছে প্রাণ রণক্ষেত্রের মাঠে।
বাংলাদেশের বাংলা মায়ের সন্তান আমি
বলব সদাই হাসিমুখে জয় বাংলা জয়।।

===================================
🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন